ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে রফিক তাজ (২১) নামে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। সীমান্তের চেকপয়েন্টে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করায় তাকে গুলি করা হয় বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।



শনিবার (১৫ আগস্ট) ইসরায়েলি পুলিশ জানায়, নাবলুসের কাছে একটি চেকপয়েন্টে সীমান্ত পুলিশের এক সদস্যকে ছুরিকাঘাত করেন রফিক তাজ। সঙ্গে সঙ্গে অপর এক পুলিশ কর্মকর্তা গুলি করলে গুরুতর আহত হন তিনি।

নাবলুসের রেড ক্রিসেন্ট প্রধান আব্দেল হালিম জাফরেহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জখমের কারণেই রফিক তাজের মৃত্যু হয়েছে। তার শরীরে পাঁচটি বুলেটের ক্ষত পাওয়া গেছে। তবে ছুরিকাঘাতে আহত কর্মকর্তার জখম খুব একটা গুরুতর নয় বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।