ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১২, নিখোঁজ ৫২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
চীনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১২, নিখোঁজ ৫২ ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের উত্তর পশ্চিমাঞ্চলের সানঝি প্রদেশে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৫২ জন।



স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (১৭ আগস্ট) সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

উদ্ধারকারী দলের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, রোববার বিকেল থেকে সোমবার সকালের মধ্যে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সায়াং কাউন্টি পুলিশের একটি দল উদ্ধারকারী দলের সঙ্গে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

ভূমিধসের কাদামাটি,পাথর এবং পুনরায় ধসের আশঙ্কা উদ্ধারকাজ ব্যাহত করছে বলেও জানান তিনি।

১২ আগস্ট সানঝির সায়াং কাউন্টিতে ভূমিধসে চাপা পড়ে একটি মাইনিং কোম্পানির শ্রমিকদের কোয়ার্টার ও স্থানীয় তিনটি বাড়ি।

বাংলাদেশ সময়:১৪৪৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এসইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।