ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দুবাইয়ে ৫০ হাজার প্রবাসীর সামনে বক্তৃতা দেবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
দুবাইয়ে ৫০ হাজার প্রবাসীর সামনে বক্তৃতা দেবেন মোদি ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরাত সফরের দ্বিতীয় দিনে সোমবার দুবাইয়ের একটি স্টেডিয়ামে বক্তৃতা রাখবেন।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দুবাইয়ের ওই স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার প্রবাসী ভারতীয় নাগরিকের উপস্থিতিতে তিনি বক্তব্য রাখবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।



বক্তৃতা অনুষ্ঠানটির আয়োজকদের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, স্টেডিয়ামটিতে ৪০ হাজার দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে। এছাড়াও স্টেডিয়ামটির বাইরে আরো ১৫ হাজার দর্শক অবস্থান করতে পারবেন।

দুপুরেই স্টেডিয়ামটির গেট খুলে দেওয়া হবে। একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের পর মোদির বক্তৃতা শুরু হবে। বক্তৃতা চলাকালে কমপক্ষে ৫০ হাজার প্রবাসী ভারতীয় নাগরিক উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা।

ভারত সরকারের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর এ বক্তৃতায় আরব আমিরাত প্রবাসী ভারতীয় শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও কল্যাণের নানা বিষয় স্থান পাবে।

প্রসঙ্গত, নরেন্দ্র মোদি দ্বিতীয় ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে আরব আমিরাত সফর করছেন। এর আগে ১৯৮১ সালে ইন্দিরা গান্ধী প্রথম ভারতীয় সরকার প্রধান হিসেবে দেশটি সফর করেন।
 
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এসইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।