ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাজারে নারীদের ভায়াগ্রা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
বাজারে নারীদের ভায়াগ্রা!

ঢাকা: সব বিতর্ক পিছু হটিয়ে বিশ্ববাজারে বিক্রির ছাড়পত্র পেল নারীদের জন্য তৈরি যৌন উত্তেজক ড্রাগ অ্যাডিই।

মঙ্গলবার আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ সম্পূর্ণ ছাড়পত্র দিয়েছে ‘অ্যাডিই’কে।

অবশ্য এর বাজারজাতকরণের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গিয়েছিলেন অনেকেই।

তবে ‘অ্যাডিই’র স্বপক্ষে সওয়ালকারীরা মনে করছেন অবশেষে ন্যায় বিচারের মুখ দেখলেন নারীরা।

তাদের দাবি এত দিন পর্যন্ত নারীদের যৌন চাহিদা কৃত্রিমভাবে বৃদ্ধির বিষয়টা উপেক্ষিতই ছিল। সেই জন্যই বাজারচলতি যা কিছু যৌন উত্তেজক, সবই পুরুষদের ব্যবহারের জন্য!

তবে, ‘অ্যাডিই’-র বিপক্ষেও রয়েছে বড়সড় একটি দল। তাদের মতে ‘অ্যাডিই’র ব্যবহার নিম্ন রক্তচাপ, গা-গোলানো, ঘুমের ঘোরে থাকার মতো পার্শ্ব প্রতিক্রিয়া ডেকে আনতে পারে।

বিরুদ্ধবাদীদের মতামতে অবশ্য আটকে থাকেনি ‘অ্যাডিই’র বাজারজাত। চিকিৎসকরা জানাচ্ছেন, এমন ধরনের সমস্যা হওয়ার কোনও কারণ দেখতে পাচ্ছেন না তাঁরা। ভায়াগ্রা যে রকম পুরুষদের শারীরিক সমস্যা দূর করার জন্য ব্যবহার হয়, ‘অ্যাডিই’র ক্ষেত্রেও সেটাই হবে।

আর ‘অ্যাডিই’কে বাজারে নিয়ে আসা স্প্রাউট ফার্মাসিউটিক্যাল জানিয়েছে, আর মাত্র দিন কয়েকের অপেক্ষা! ১৭ অক্টোবর থেকেই মার্কিন মুলুকের সব ওযুধের দোকানে পাওয়া যাবে ‘অ্যাডিই’।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা,আগস্ট ১৯, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।