ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যাংকক বিস্ফোরণে সংঘবদ্ধ চক্র জড়িত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
ব্যাংকক বিস্ফোরণে সংঘবদ্ধ চক্র জড়িত ছবি: সংগৃহীত

ঢাকা: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে ইরাওয়ান মন্দিরে ভয়াবহ বোমা বিস্ফোরণের পেছনে সংঘবদ্ধ চক্রের হাত রয়েছে বলে দাবি করেছেন দেশটির পুলিশ প্রধান।

এদিকে, হামলায় জড়িত সন্দেহে হলুদ টি-শার্ট পরিহিত এক যুবকের স্কেচ প্রকাশ করেছে পুলিশ প্রশাসন।

যাকে সিসি টিভির ভিডিও ফুটেজের মাধ্যমে সনাক্ত করা হয়েছে।

এদিকে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওচা এ ঘটনাকে ভয়াবহ আক্রমণ উল্লেখ করে বলেছেন, যদি আক্রমণকারী নিরাপদ থাকতে চায়, তবে তার উচিত কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করা।

তবে সন্দেহভাজন ব্যক্তিকে অবশ্যই খুঁজে বের করা হবে বলেও যোগ করেন থাই প্রধানমন্ত্রী।

এরআগে সোমবার (১৭ আগস্ট) হিন্দু ধর্মাবলম্বীদের ইরাওয়ান মন্দিরে বোমা বিস্ফোরণ ঘটে। এতে আট বিদেশিসহ অন্তত ২৩ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।