ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শুধু খ্রিস্টানদের অভিবাসী হিসেবে নেবে স্লোভাকিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
শুধু খ্রিস্টানদের অভিবাসী হিসেবে নেবে স্লোভাকিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়া থেকে ‌ইউরোপে আসা উদ্বাস্তুদের মধ্যে শুধু খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের অভিবাসী হিসেবে গ্রহণ করবে স্লোভাকিয়া।

এর বাইরে অন্য ধর্মের উদ্বাস্তুদের অভিবাসী হিসেবে আশ্রয় দিতে রাজি নয় ইউরোপের এ দেশটি।

খবর- বিবিসির।

ইউরোপীয় ইউনিয়নের এক পরিকল্পনা অনুযায়ী তুরষ্ক, সিরিয়াসহ বিভিন্ন দেশ থেকে আসা ৪০ হাজার উদ্বাস্তুকে  অভিবাসী হিসেবে গ্রহণ করবে স্লোভাকিয়াসহ ইউরোপের দেশগুলো।

আগামী দুই বছরের মধ্যে এসব লোককে গ্রহণের কথা রয়েছে ইউরোপীয়  ইউনিয়নভুক্ত দেশগুলোর।

এরইমধ্যে স্লোভাকিয়া দেশটি ইতালি, গ্রিস ও তুরষ্ক থেকে আসা ২০০ লোককে অভিবাসী হিসেবে গ্রহণ করেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইভান মেটিক বলেছেন, মুসলিমরা এখানে গ্রহণীয় নয়, কেননা তারা এটিকে বাড়ি মনে করতে পারবে না।

এদিকে, জাতিসংঘ উদ্ধাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সব ধরণের অভিবাসীকে গ্রহণে সংশ্লিষ্ট দেশগুলোকে আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।