ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে বোমা বিস্ফোরণে ৮ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
তুরস্কে বোমা বিস্ফোরণে ৮ সেনা নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কে সামরিক বাহিনীর একটি গাড়িতে বোমার বিস্ফোরণে ৮ সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ জন।



বুধবার (১৯ আগস্ট) দেশটির সির্ত রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। খবর-বিবিসির।

এ হামলার দায় কেউ স্বীকার না করলেও তুর্কি সেনাবাহিনীর দাবি, দেশটির কুর্দি ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জঙ্গিরা এ হামলা করেছে।

পিকেকের সঙ্গে সরকারের দুই বছরের সাময়িক যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার পর তুরস্কে ফের সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

এদিকে, একইদিনে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে পরিচিত ঐতিহাসিক দলমাবাচে প্রাসাদের বাইরে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ২ জনকে আটক করে এবং অস্ত্র ও হাতবোমা জব্দ করে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং প্রধানমন্ত্রী আহমেত দাভোতগোলু রাজধানী আঙ্কারায় ছিলেন।

বাংলাদেশ সময়: ০৭০২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।