ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কায়রোতে নিরাপত্তা ভবনে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
কায়রোতে নিরাপত্তা ভবনে বোমা হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: মিশরের রাজধানী কায়রোর সরকারি কার্যালয়ের কাছে একটি নিরাপত্তা ভবনে বোমা হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় রাত ২টায় রাজধানীর ‍উত্তরে অংশে সুবরা জেলায় ওই ভবনে পরপর তিনটি বোমা বিস্ফোরিত হয়।

খবর: বিবিসি ও আল-জাজিরার।

সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়, এ বোমা বিস্ফোরণে ছয় জন আহত হয়েছেন। তবে এ হামলার দায়ও স্বীকার করেনি কেউ।

এদিকে, এ ঘটনার পরপরই সরকারি নিরাপত্তা ভবন ও আদালত ভবন বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানানো হয়, শহরের বিভিন্ন প্রান্ত থেকে এ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।