ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যাংকক বোমা হামলা

ইন্টারপোলের সহায়তা চেয়েছে থাইল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
ইন্টারপোলের সহায়তা চেয়েছে থাইল্যান্ড ছবি: সংগৃহীত

ঢাকা: ব্যাংকক বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে পাকড়াও করতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে থাই কর্তৃপক্ষ। এরই মধ্যে আন্তর্জাতিক পুলিশ সংস্থাটিকে সন্দেহভাজনের ছবিও পাঠিয়েছে দেশটির পুলিশ।



গত সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) ব্যাংককের চিদলম জেলায় এরাওয়ান মন্দিরের কাছে এক বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হন। এছাড়া আহত হন আরও অনেকে।

থাই সরকার বলছে, দেশটির পর্যটন শিল্প ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতেই এ হামলা চালানো হয়েছে।

দেশটির পুলিশ দাবি করেছে, এ হামলার পেছনে সংঘবদ্ধ চক্রের হাত রয়েছে। প্রায় এক মাস আগে হামলার চক্রান্ত করা হয়।

হামলার পরপরই সিসিটিভি ক্যামেরা ফুটেজে সন্দেহভাজন একজনকে সনাক্ত করে থাই পুলিশ। হলুদ পোশাক পরা ওই ব্যক্তিকে প্রথমে নারী বলে মনে করা হলেও কর্তৃপক্ষ এখন দাবি করছে, সে পুরুষ। হামলার কয়েক মিনিট আগে সে ঘটনাস্থলে একটি ব্যাগ রেখে যায়।

থাই জাতীয় পুলিশের মুখপাত্র কিসানা ফাথানচেরোয়েন বলেছেন, আমরা ইন্টারপোলের কাছে সহায়তা চেয়েছি। এ ব্যাপারে একটি আনুষ্ঠানিক অনুরোধও তাদের কাছে পাঠানো হয়েছে।

এদিকে, এখন পর্যন্ত হামলার ব্যাপারে কেউ বা কোনো সংগঠন দায় স্বীকার করে নেয়নি। থাই কর্তৃপক্ষও নির্দিষ্ট করে কাউকে দায়ী করতে পারছে না।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
আরএইচ

** ব্যাংককে বোমা বিস্ফোরণে নিহত
** আরো দুটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে
** ব্যাংকক বিস্ফোরণে হামলাকারী শনাক্ত
** ব্যাংককে ফের বোমা হামলা
** এক যুবককে খুঁজছে থাই পুলিশ
** ব্যাংককের বোমা হামলার স্থানটি উন্মুক্ত
** ব্যাংকক বিস্ফোরণে থাই পর্যটন শিল্পে ধসের শঙ্কা
** ব্যাংকক বিস্ফোরণে সংঘবদ্ধ চক্র জড়িত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।