ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা ছবি : সংগৃহীত

ঢাকা: কলম্বিয়া সংলগ্ন সীমান্ত এলাকায় জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলা।

চোরাকারবারীর হামলায় ভেনেজুয়েলার তিন সৈন্য ও এক বেসামরিক নাগরিক আহত হওয়ার পর শনিবার (২২ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ জরুরি অবস্থা ঘোষণা করেন।



মাদুরো বলেন, তাচিরা রাজ্যের পাঁচ মিউনিসিপ্যালে ৬০ দিন সামরিক আইন থাকবে। সেইসঙ্গে বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া সীমান্ত পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকায় পেট্রোল ও খাদ্য চোরাকারবারীর সঙ্গে সরকারি কর্মকর্তাদের সংঘর্ষ উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে।

মাদুরো বিবিসিকে জানান, কলাম্বিয়ার আধা সামরিক বাহিনীর কর্মকর্তারা নিয়মিত সীমান্ত দিয়ে ভেনেজুয়েলায় অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

ওই এলাকায় অতিরিক্ত ১ হাজার ৫০০ সৈন্য পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।