ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গনি’র তাণ্ডবে ফিলিপাইনে ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
গনি’র তাণ্ডবে ফিলিপাইনে ৭ জনের মৃত্যু ছবি : সংগৃহীত

ঢাকা: ফিলিপাইনে আছড়ে পড়েছে টাইফুন ‘গনি’। ঝড়ের আঘাতে দেশটিতে সাত জনের মৃত্যু হয়েছে।

এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অন্তত দু’জন।

শনিবার (২২ আগস্ট) ঘূর্ণিঝড়টি ফিলিপাইনের উত্তরাঞ্চলে নিম্নাঞ্চলীয় গ্রামগুলোয় আঘাত হানে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে। আঘাতের পরপরই এটি দুর্বল হয়ে পড়েছে। কোরিয়ান শব্দ ‘গনি’ অর্থ রাজহাঁস।

দেশটির আবহওয়া অধিদফতর জানিয়েছে, আঘাতের সময় ওই এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২১ মাইল।

ধারনা করা হচ্ছে, রোববার (২৩ আগস্ট) ঝড়টি তাইওয়ানের পূর্বাঞ্চলে আঘাত হানবে। পরবর্তীতে এটি জাপানের ওকিনাওয়া’র দিকে অগ্রসর হবে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।