ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হজের আগে সৌদিতে মার্স ভাইরাসের প্রকোপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
হজের আগে সৌদিতে মার্স ভাইরাসের প্রকোপ ছবি: সংগৃহীত

ঢাকা: শুরু হতে যাচ্ছে হজের মৌসুম। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যেতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

আর ঠিক এমন সময়ই দেশটিতে দেখা দিয়েছে ‘মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম (মার্স)’র প্রকোপ।

শনিবার (২২ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মার্সের প্রকোপ দেখা দেয়ায় ইতোমধ্যেই ‘কিং আব্দুল্লাহ মেডিকেল সিটি’র জরুরি বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে।

সৌদি গেজেট জানিয়েছে, কিং আব্দুল্লাহ মেডিকেল সিটির কর্মীসহ অন্তত ৪৬ জন মার্সে আক্রান্ত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সৌদি আরবে মার্সে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের বয়স ৬৫ থেকে ৮৬ বছরের মধ্যে।

এর আগে ৯ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশটিতে ২১ জন মার্স আক্রান্ত রোগী শনাক্তের কথা জানিয়েছিলো স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ।

২০১২ সালে প্রথম বারের মত প্রকোপ দেখা দেয়ার পর এ পর্যন্ত সৌদি আরবে মার্স ভাইরাসের সংক্রমণে ৪৮৩ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।