ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ঝাঁজ বাড়তে থাকায় মার্কেটের ৭০০ কেজি পেঁয়াজ চুরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
ঝাঁজ বাড়তে থাকায় মার্কেটের ৭০০ কেজি পেঁয়াজ চুরি

ঢাকা: ভারতের খুচরা বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। দুই-তিন সপ্তাহ ধরে বাড়তে বাড়তে এখন নয়াদিল্লির খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম ঠেকেছে ৮০ রুপিতে।

এভাবে বাড়তে থাকলে শিগগির একশ’ রুপির ল্যান্ডমার্ক ছুঁয়ে নাগালের বাইরে চলে যেতে পারে রান্নার প্রয়োজনীয় উপাদানটি।

বাজারে আসন্ন এমন ‘বিপদ’ বুঝতে পেরেই কিনা প্রায় ৭০০ কেজি পেঁয়াজ চুরি করে ফেললো একদল দুর্বৃত্ত।

চুরির ঘটনাটি ঘটেছে অভিজাত মুম্বাই শহরের সিওন এলাকার একটি মার্কেটে। শনিবার (২২ আগস্ট) ওই মার্কেটের একটি পাইকারী দোকান থেকে ৭০০ কেজি পেঁয়াজ ভরা ১৪টি বস্তা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

দোকানের স্বত্ত্বাধিকারী আনন্দ নায়ক বলেন, প্রতিদিনের মতো শনিবার সকালে আমি দোকানে যাই। দেখি দোকানে হানা দিয়ে ১৪ বস্তা পেঁয়াজ নিয়ে গেছে চোরের দল।

ঘটনার পরপরই নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করেন আনন্দ নায়ক। তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশের জ্যেষ্ঠ পরিদর্শক সুহাস গারুড় বলেন, আমরা পেঁয়াজ চুরির একটি অভিযোগ পেয়েছি। এটা বিস্ময়কর অভিযোগ।

এ চুরির ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তৎপরতা চলছে বলেও জানান সুহাস গারুড়।

পেঁয়াজের দাম আরও বাড়তে থাকার গুঞ্জনের মধ্যে এই চুরির খবর পুরো মুম্বাইয়ে আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।