ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমধ্যসাগর থেকে অর্ধশত অভিবাসীর মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
ভূমধ্যসাগর থেকে অর্ধশত অভিবাসীর মৃতদেহ উদ্ধার

ঢাকা: ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি নৌকা থেকে প্রায় ৫০ জনের মৃতদেহ উদ্ধার করেছে ইতালিয়ান কোস্টগার্ড। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বুধবার (২৬ আগস্ট) নৌকাটি থেকে আরো ৪৩০ জনকে জীবিত উদ্ধার করে সুইডিশ নৌযান পোজেডন।

  

লিবিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর হাজার হাজার মানুষ সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন। গত কয়েক মাসে অবৈধ পথে দেশ ছাড়তে গিয়ে ২ হাজারের বেশি মানুষ প্রাণ দিয়েছেন। জীবিত উদ্ধারও হয়েছেন হাজার হাজার মানুষ। আর ইউরোপে যেতে সক্ষম হয়েছেন আড়াই লাখের মতো।

ইতালিয়ান কোস্টগার্ডের মুখপাত্র বলেন, সাম্প্রতিককালে লিবিয়া উপকূলে যে ১০টি অভিযান চালানো হয় বুধবারের অভিযান তার মধ্যে একটি।

এর আগে চলতি মাসের শুরুর দিকে একটি নৌকা থেকে ইতালিয়ান নৌবাহিনী ৪৯ জনের মৃতদেহ উদ্ধার।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।