ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তিয়ানজিনে বিস্ফোরণের ঘটনায় চীনে ১২জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
তিয়ানজিনে বিস্ফোরণের ঘটনায় চীনে ১২জন গ্রেফতার ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের উত্তরাঞ্চলের বাণিজ্যিক শহর তিয়ানজিনের পণ্যগুদামে বিস্ফোরণের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে চীনা পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিনহুয়া।



আটকদের মধ্যে পণ্যগুদামটির স্বত্ত্বাধিকারি প্রতিষ্ঠান ‘রুইহাই লজিস্টিকস’র ১১ কর্মকর্তা রয়েছেন। দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এই ১১ কর্মকর্তার মধ্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ঊর্ধ্বতন ব্যবস্থাপকরাও রয়েছেন। আটক অপর ব্যক্তির পরিচয় সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি সিনহুয়া’র খবরে।

এছাড়া তিয়ানজিনের সাবেক ভাইস-মেয়র ও চীনা কর্ম নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থার প্রধানকে দুর্নীতির সন্দেহে বরখাস্ত করা হয়েছে।

গত ১২ আগস্ট বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে তিয়ানজিনের একটি পণ্যগুদামে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩৯ জন নিহত ও সাত শতাধিক আহত হন। এছাড়া দূষিত হয়ে পড়ে আশপাশের পরিবেশ।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।