ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পতন কাটিয়ে ঊর্ধ্বমুখী তেলের দর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
পতন কাটিয়ে ঊর্ধ্বমুখী তেলের দর ছবি: সংগৃহীত

ঢাকা: পতন কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী হয়েছে তেলের দাম। সেই সঙ্গে ২০০৯ সালের পর এই প্রথম একদিনে সবচেয়ে বেশি দরবৃদ্ধির রেকর্ডও সৃষ্টি হয়েছে এ বাজারে।



শুক্রবার (২৮ আগস্ট) একদিনে বিশ্ব তেল বাজারে এক লাফে ১০ শতাংশ বেড়ে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৪৮ দশমিক ৪৩ ডলারে (৩,৭৮৫ টাকা) গিয়ে দাঁড়িয়েছে। আগের দিন বৃহস্পতিবার (২৭ আগস্ট) এর দর ছিল ৪৩ দশমিক ৬৫ ডলার (৩,৩৯৪ টাকা)।

ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েট-এও (ডব্লিউটিআই) শুক্রবার তেলের দর ব্যারেল প্রতি ৩৮ দশমিক ৮৯ ডলার (৩,০৩৯ টাকা) থেকে বেড়ে ৪৩ দশমিক ৪৬ ডলারে (৩,৩৯৭ টাকা) গিয়ে দাঁড়িয়েছে। এখানে একদিনে দরবৃদ্ধির হার ১১ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।