ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গতি হারাচ্ছে চীনের অর্থনীতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
গতি হারাচ্ছে চীনের অর্থনীতি

ঢাকা: গতি হারাচ্ছে চীনের অর্থনীতি। গত তিন বছর ধরে দেশটির শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন নিম্নগামী।

‘উৎপাদন ক্রয় পরিচালক সূচকের (পিএমআই)’ মান চলতি বছর জুলাই মাসে ৫০ থেকে ৪৯ দশমিক ৭ এ নেমে গেছে।

বেসরকারিভাবে প্রকাশিত অপর ‘কাইশিন/মার্কিট উৎপাদন ক্রয় পরিচালক সূচকের (পিএমআই)’ মান আরও দুর্বল। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ সূচকের মান দেখা যায় ৪৭ দশমিক ৩। ২০০৯ সালের পর এবারই এতোটা দুর্বল হয়ে পড়েছে সূচকটির মান।

অর্থনীতিবিদরা বলছেন, পিএমআই সূচকের মান ৫০ এর নিচে নেমে যাওয়ার অর্থ দেশের শিল্পোৎপাদন কমে যাচ্ছে বা শিল্প সংকুচিত হয়ে পড়ছে।

এদিকে, চীনের শিল্পোৎপাদন সংকুচিত হয়ে পড়ার এ খবরে ফের বিশ্বব্যাপী উদ্বেগের সৃষ্টি হয়েছে। এর আগে দেশটিতে শেয়ারবাজার ধসের প্রভাব পড়ে বিশ্বের সবগুলো বড় বাজারে। নতুন এ তথ্যে আবার কোনো নেতিবাচক প্রভাবেরই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।