ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিসের লেসবস দ্বীপে অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
গ্রিসের লেসবস দ্বীপে অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ঢাকা: গ্রিসের লেসবস দ্বীপে জাহাজে ওঠাকে কেন্দ্র করে অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে পুলিশ ও কোস্টগার্ডের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



খবরে বলা হয়, প্রায় দুইশ অভিবাসন প্রত্যাশী লেসবস দ্বীপে জাহাজে ওঠার চেষ্টা করলে পুলিশ ও কোস্টগার্ড বাধা দেয়। উত্তেজিত হয়ে তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে।

জবাবে পুলিশও টিয়ার শেল ছুড়েছে বলে জানানো হয় খবরে। এ সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।