ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে বন্দুকধারীর হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
আফগানিস্তানে বন্দুকধারীর হামলায় নিহত ১৩

ঢাকা: আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই দেশটিতে সংখ্যালঘু শিয়া হাযারা গোষ্ঠীর সদস্য।



শনিবার (০৫ সেপ্টেম্বর) আফগানিস্তানের বল্ক প্রদেশের জারি জেলায় এ হামলার ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এ হামলায় এখন পর্যন্ত কোনো সংগঠনের পক্ষ থেকে দায় স্বীকার করে নেওয়া হয়নি। তবে কর্তৃপক্ষ সুন্নি তালেবান নেটওয়ার্ককেই এর জন্য দায়ী বলে মনে করছে।

সন্দেহের পক্ষে যুক্তি দেখিয়ে জারি জেলার গভর্নর জাফর হায়দারি বলেছেন, ১৯৯৬-২০০১ তালেবান শাসনামলে শাসকগোষ্ঠীর কাছে শিয়া হাযারা গোষ্ঠীর সদস্যরা ব্যাপক নির্যাতনের শিকার হয়।

এর আগে গত মাসে পূর্ব আফগানিস্তান থেকে ১২ হাযারা সদস্যকে অপহরণ করে বন্দুকধারীরা। এর কয়েকদিন পর সন্দেহভাজন তালেবান জঙ্গিরা বল্ক প্রদেশ থেকে চার হাযারা সদস্যকে অপহরণ ও হত্যা করে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।