ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৫ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১০
আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৫ শিশু নিহত

কান্দাহার: আফগানিস্তানের কান্দাহার প্রদেশে একজন আত্মঘাতী হামলাকারীর গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় সোমবার পাঁচ শিশু নিহত এবং একজন আহত হয়েছে। দেশটির একজন পুলিশ কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে এ কথা বলেন।



কান্দাহারের উপপুলিশ প্রধান ফাজেল মোহাম্মাদ শাইরজাদ বলেন, “প্রথমবার বিস্ফোরণেই পাঁচটি শিশু নিহত ও একজন আহত হয়। ”

আঞ্চলিক ফৌজদারি বিষয়ক তদন্তপ্রধান মোহাম্মাদ হুসেইন জানান, রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণস্থল থেকে ১০ মিটার দূরে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। রাস্তায় বোমা বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

কান্দাহারের প্রাদেশিক সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, হামলাকারীর ল্য ছিলেন দান্দ অঞ্চলের গর্ভনর আবদুল্লাহ নাজিক। তবে যথাযথভাবে বোমাটি বিস্ফোরিত হয়নি। দান্দের অঞ্চলের একটি রাস্তা ধরে নাজিকের গাড়িবহর যাচ্ছিল।

সাম্প্রতিক মাসগুলোতে তালেবান আন্দোলনের জন্মভূমি কান্দাহারে আততায়ী হামলার ঘটনার বেড়ে গেছে। কেবল দান্দ অঞ্চলেই এমন হামলার ঘটনায় অন্তত নয় জন পরিষদ সদস্য নিহত হয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।