ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে লস্কর ই তৈয়্যবার শীর্ষ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
কাশ্মীরে লস্কর ই তৈয়্যবার শীর্ষ নেতা নিহত

ঢাকা: কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী লস্কর ই তৈয়্যবার শীর্ষ নেতা ইরশাদ আহমেদ গনিকে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

রোববার কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর এক অভিযানে তিনি নিহত হন বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।



এর আগে ‘মোস্ট ওয়ানটেড’ এই কাশ্মিরী বিচ্ছিন্নতাবাদীর মাথার মূল্য ১০ লাখ রুপি  ঘোষণা করেছিলো ভারত সরকার।

কাশ্মীরের দক্ষিণাঞ্চলের কাকাপোরার বাসিন্দা ইরশাদ আহমেদ গণি ২০১৩ সালে শ্রীনগরের এক সেনা বহরে হামলাসহ আরো বেশ কিছু হামলার সঙ্গে জড়িত ছিলেন। ওই হামলায় ৮ ভারতীয় সেনা নিহত হন। আহত হয়েছিলেন আরো ১৬ জন।  
 
হায়দারপোরার ঘটনার পর থেকেই ইরশাদকে খুঁজছিলো ভারতীয় নিরাপত্তা বাহিনী।  

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।