ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অবৈধ অভিবাসন প্রত্যাশী ঠেকাতে হাঙ্গেরিতে কঠোর আইন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
অবৈধ অভিবাসন প্রত্যাশী ঠেকাতে হাঙ্গেরিতে কঠোর আইন ছবি: সংগৃহীত

ঢাকা: অবৈধ অভিবাসন প্রত্যাশী ঠেকাতে কঠোর আইন প্রণয়ন করেছে হাঙ্গেরির সরকার। দেশটি বলছে, এতে করে নতুন এক যুগের সূচনা ঘটবে।



নতুন এই আইনের ফলে কেউ যদি সার্বিয়া সংলগ্ন সীমানা প্রাচীর ভেদ করে দেশটিতে ঢোকার চেষ্টা করে, তাহলে পুলিশ তাকে আটক করতে পারবে।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে অভিবাসনের সন্ধানে ইউরোপ পাড়ি জমানো লাখ লাখ শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীর ‘কেন্দ্রে’ পরিণত হয়েছে হাঙ্গেরি।

এদিকে, সোমবারের (১৪ সেপ্টেম্বর) বৈঠকে ইউরোপে এক লাখ বিশ হাজার আশ্রয়প্রার্থীকে বণ্টন ও পুনর্বাসনের ব্যাপারে চুক্তি স্বাক্ষরে ব্যর্থ হয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মন্ত্রীরা। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন চলতি বছরের অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে। ওই মাসে ইইউ মন্ত্রীদের ফের বৈঠকে বসার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।