ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পরমাণু কর্মসূচি চালু করেছে উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
পরমাণু কর্মসূচি চালু করেছে উ. কোরিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: পরমাণু কর্মসূচি চালু করেছে উত্তর কোরিয়া। এরই মধ্যে পারমাণবিক বোমা তৈরির সরঞ্জাম প্রস্তুতও শুরু করে দিয়েছে দেশটি।



মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয়।

এর আগে চলতি বছর অক্টোবর থেকে ক্রমান্বয়ে বেশ কয়েকটি উপগ্রহ উৎক্ষেপণের ঘোষণা দেয় উত্তর কোরীয় কর্তৃপক্ষ। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আবহওয়া উপগ্রহ উৎক্ষেপণের মধ্য দিয়ে এর সূচনা ঘটবে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আরএইচ

** মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে উ. কোরিয়া

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।