ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চিলিতে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
চিলিতে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১২ ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে দফায় দফায় ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।



স্থানীয় সয়ম বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টা ৫৪ মিনিট) প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮.৩। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

এর পরবর্তী তিন ঘণ্টায় আরো ১০টির মতো ভূমিকম্প আঘাত হানার কথা জানায় মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ভূমিকম্পের পর চিলি, পেরু ও হাওয়াই দীপপুঞ্জে সুনামি সর্তকতা জারি করা হয়।

এর আগে ভূমিকম্পের ঘটনায় প্রাথমিকভাবে পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া যায়। এছাড়া আহত হন আরও অন্তত ১৫ জন।

এদিকে, বাংলাদেশ সময় শুক্রবার দুপুরেও দেশটির পশ্চিম-উত্তরপশ্চিম ইলাপেলে ৫.৪ মাত্রার ভূমিকম্পের আঘাতের কথা জানিয়েছে ইউএসজিএস।

** চিলিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫, সুনামি সতর্কতা

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।