ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘র’ এর ২ এজেন্ট আটকের দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
‘র’ এর ২ এজেন্ট আটকের দাবি পাকিস্তানের ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং) এর দুই এজেন্টকে আটক করার দাবি করেছে পাকিস্তান পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) লাহোরের কাছে ওয়াঘা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

পুলিশের বরাত দিয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

আটক দু’জনের নাম গোলাম আলী ওরফে গুলাবো এবং মোহাম্মদ ওয়াকাস ওরফে আমলি। দু’জনেই পাকিস্তানি নাগরিক এবং ওয়াঘা সীমান্তবর্তী একটি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে ওয়াঘা সীমান্তের ওই বাড়িটিতে অভিযান চালানো হয়। এসময় ৩০ বোতল ভারতীয় মদসহ গুলাবো ও আমলিকে আটক করা হয়।

পুলিশের দাবি, ‘র’ এর কাছে তথ্য পাচারের অভিযোগে এর আগেও সাত বছর কারাগারে ছিলেন গুলাবো ও আমলি। কারামুক্ত হওয়ার পর তারা আবারও সীমান্তে ‘র’ এর শক্তিশালী তথ্য নেটওয়ার্ক গড়ে তোলেন।

পাকিস্তান সেনাবাহিনী ও সীমান্তরক্ষীদের তথ্য নিয়ে পাচার করা এ দু’জন ভারতে গেলে ‘র’ এর কার্যালয়ে থাকতেন বলেও পুলিশের কাছে তথ্য রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।