ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিস উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ২৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
গ্রিস উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ২৬

ঢাকা: গ্রিসের উপকূলে রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে ৪৬ জন অভিবাসী নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।

গ্রিসের কোস্টগার্ড ২০ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও ২৬ জনের কোনো সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।



অভিবাসীদের সবাই সিরিয়া এবং আফগান নাগরিক বলে এবিসি অনলাইন উল্লেখ করেছে।

কোস্টগার্ড জানিয়েছে, লিথুনিয়ান হেলিকপ্টার প্রথমে গ্রিসের দক্ষিণ-পূর্ব উপকূলীয় দ্বীপ লেসবোর কাছে প্রথম অভিবাসীদের দেখতে পায়। পরে খবর পেয়ে গ্রিসের দুটি উদ্ধারকারী জাহাজ ২০ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও ২৬ জনের কোনো সন্ধান পাওয়া পায়নি।

একইভাবে শনিবারও (১৯ সেপ্টেম্বর) এই দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনা ঘটলে ১০ থেকে ১২ জন অভিবাসীর সলিল সমাধি হয়।

দেশে দ্বন্দ্ব-সংঘাতের কারণে সিরিয়া এবং আফগান শরণার্থীরা নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন। পথিমধ্যে নৌকাডুবিতে এখন পর্যন্ত অসংখ্য মানুষের জীবনহানির ঘটনাও ঘটেছে।

এ সব শরণার্থী গ্রিস হয়ে তুরস্ক উপকূলে যান। সেখান থেকে বলকান রাষ্ট্র হয়ে ইউরোপীয় ইউনিয়নের ধনীতে রাষ্ট্রে নিরাপদ আশ্রয়ের জন্য মরিয়া হয়ে ওঠেন।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘন্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।