ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চিলিতে ৬.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
চিলিতে ৬.৩ মাত্রার ভূমিকম্প

ঢাকা: মাত্র পাঁচদিনের ব্যবধানে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৬.৩ বলে জানিয়েছে মাকির্ন ভূ-তাত্ত্বিত জরিপ সংস্থা ইউএসজিএস।



সোমবারের (২১ সেপ্টেম্বর) এ ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি সুনামি সর্তকতা।

ইলাপেল থেকে ৫২ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে ইউএসজিএস।

এর আগে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশটিতে ৮.৩ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতের পর দফায় দফায় ভূমিকম্প আঘাত হানে। এরপর সেখানে সুনামি সর্তকতা জারি করা হয়।

ভূমিকম্পের আঘাতে ওই সময় দেশটিতে ১২ জনের প্রাণহানির খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বেশ কয়েকজন আহতসহ অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

২০১০ সালে দেশটিতে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫শ’ মানুষের প্রাণহানি হয়।

** চিলিতে দফায় দফায় ভূমিকম্প, সর্বোচ্চ ৮.৩, সুনামি সর্তকতা

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫/আপডেট: ১২৫২ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।