ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলেপ্পোতে আসাদ বাহিনীর হামলায় নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আলেপ্পোতে আসাদ বাহিনীর হামলায় নিহত ৩২ সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় উত্তর আলেপ্পো শহরে আসাদ বাহিনীর হামলায় কমপক্ষে ৩২ জন বেসামরিক নিহত হয়েছেন।

সিরিয়ান অভজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থী বাহিনীটি আল-শার উপশহরকে লক্ষ্য করে ভারী বোমাবর্ষণ চালায়।

এতে উত্তর আলেপ্পোর ৩২ জন বেসামরিক নিহত হন।

আল-শার উপশহর সিরীয় বিদ্রোহীদের দখলে রয়েছে। আসাদ বাহিনী তাদেরকে লক্ষ্য করেই বোমাবর্ষণ চালায় বলে জানান তিনি।

তিনি আরও জানান, এদিন আসাদ বাহিনীর ছোড়া ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্র আল-শারে আঘাত হানে। এসময় সাধারণ জনগণ দলবদ্ধ হলে আসাদ বাহিনী আরও ক্ষেপণাস্ত্র হানে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।