ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
ইয়েমেনে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ১৩ ছবি: সংগৃহীত

ঢাকা: ইয়েমেনে একটি বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩৮ জন।

সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্থানীয় সময় বুধবার (০৭ অক্টোবর) দেশটির ধামার প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানা থেকে একশ’ কিলোমিটার দক্ষিণে সানবানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সানবানের এক হুথি বিদ্রোহী নেতার বাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। যদিও হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে জোটের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

এর আগে সেপ্টেম্বরে দেশটির রেড সি সিটি মকার কাছে এক বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় ১৩১ জনের প্রাণহানি হয়। গত মার্চের পর ওই হামলা সবচেয়ে ভয়াবহ ছিল বলে জানায় জাতিসংঘ। যদিও হামলার বিষয়টি সৌদি নেতৃত্বাধীন জোট অস্বীকার করে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।