ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আল-আকসায় জুমা’য় ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
আল-আকসায় জুমা’য় ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা ছবি: সংগৃহীত

ঢাকা: জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে শুক্রবারের জুমা’র নামাজে ৫০ বছরের কম বয়সী ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইজরায়েলের নিরাপত্তাবাহিনী।

শুক্রবার (৯ অক্টোবর) দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।



শহরের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক বিবৃতি দিয়েছে ইজরায়েলি পুলিশ।

বিবৃতিতে বলা হয়, আল আকসা মসজিদসহ টেম্পল মাউন্ট এলাকায় সব বয়সী নারীরা ঢুকতে পারলেও ৫০ বছরের কম বয়সী পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর আগে গত রোববার (৪ অক্টোবর) এক ফিলিস্তিনি নাগরিকের ছুরিকাঘাতে দুই ইজরায়েলি নিহত হওয়ার জের ধরে পূর্ব জেরুজালেমে দু’দিনের জন্য ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ করে ইজরায়েল কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা অনুযায়ী, শুধু ইজরায়েলি জনগণ, পর্যাটকরা, স্থানীয় জনগণ এবং স্কুল শিক্ষার্থীরা ওই এলাকায় প্রবেশের অনুমতি পায়।   

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।