ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালের নতুন প্রধানমন্ত্রী শর্মা অলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
নেপালের নতুন প্রধানমন্ত্রী শর্মা অলি কেপি শর্মা অলি

ঢাকা: নেপালের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির (সিপিএন-ইউএমএল) প্রধান খড়গ প্রসাদ শর্মা অলি।

রোববার (১১ অক্টোবর) নেপাল পার্লামেন্টের স্পিকার সুভাষ নেমবাঙ দেশটির ৩৮তম প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন।



এর আগে সংসদে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি হয়। এতে পার্লামেন্টের ৫৯৭ সংসদ সদস্যের মধ্যে ৫৮৭জন ভোট দেন। এরমধ্যে ৬৪ বছর বয়সী শর্মা অলি পেয়েছেন ৩৩৮ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা সুশীল কৈরালা পান ২৪৯ ভোট।

সংবিধান অনুযায়ী, হিমালয় কন্যা নেপালের প্রধানমন্ত্রী হতে পার্লামেন্টের ২৯৯ সদস্যের সমর্থন প্রয়োজন হয়।  

অলি ও কৈরালা দেশটির শীর্ষ দুই রাজনৈতিক দলের নেতা। এরমধ্যে সর্বশেষ সরকারি জোটে প্রধানমন্ত্রী ছিলেন কৈরালা এবং অলি উপ-প্রধানমন্ত্রী ছিলেন।

এর আগে গত শুক্রবার প্রধানমন্ত্রী নির্বাচনকে সামনে রেখে সমাজবাদী গণতান্ত্রিক রাজনৈতিক দল নেপালি কংগ্রেস নেতা সুশীল কৈরালা পদত্যাগ করেন।  

নেপাল পার্লামেন্টের ঝাপা-৭ আসনের জনপ্রতিনিধি অলি এর আগে ২০০৬ সালের গিরিজা প্রসাদ কৈরালার অন্তবর্তীকালীন সরকারেও উপ-প্রধানমন্ত্রী ছিলেন। দায়িত্ব পালন করেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও।

২০১৪ সালে সিপিএন-ইউএমএলের প্রধান হিসেবে আসীন হওয়া শর্মা অলি ১৯৯৪ সালে ইউএমএল নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।

এদিকে বিশ্লেষকরা বলছেন, নতুন প্রধানমন্ত্রীকে সদ্য পাস গৃহীত সংবিধানকে কেন্দ্র করে দেশটিতে যে বিক্ষোভ সৃষ্টি হয়েছে, তা যেমন মোকাবেলা করতে হবে। সেই সঙ্গে ‘অখুশি প্রতিবেশী ভারতে’রও মন জোগাতে হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০০১৫, আপডেট: ১৭৪৫ ঘণ্টা
এইচএ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।