ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিহারে প্রথম ধাপে ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
বিহারে প্রথম ধাপে ভোটগ্রহণ চলছে

ঢাকা: ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। পাঁচ ধাপের এ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ সোমবার (১২ অক্টোবর) সকালে শুরু হয়েছে।

রাজ্যের বিধানসভার ২৪৩ আসনের মধ্যে সোমবার ভোটগ্রহণ চলছে ৪৯টিতে।

স্থানীয় সময় সকাল ৭টায় একযোগে ১৩ হাজার ২১২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৫টায়। অবশ্য কয়েকটি অঞ্চলে নকশাল হামলার আশঙ্কায় ৩টায় শেষ হয়ে যাবে ভোটগ্রহণ।

এভাবে ৫ নভেম্বর পর্যন্ত পাঁচ ধাপে বিহারের বিধানসভা নির্বাচন সম্পন্ন হবে। এরপর ৮ নভেম্বর হবে ভোটগণনা। ভোট গণনার সঙ্গে সঙ্গেই ফলাফল প্রকাশ পেতে থাকবে।

বিশ্লেষকরা বলছেন, রাজ্য সরকার গঠনে বিহারের নির্বাচন কেন্দ্রীয় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি), বিরোধী দল কংগ্রেসসহ সবগুলো দলের কাছেই ব্যাপক গুরুত্ব পাচ্ছে। ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, হরিয়ানা ও জম্মু-কাশ্মীরের মতো এখানেও বিজয়ের তিলক পরতে চাইছে বিজেপি। রাজ্যসভায় সদস্য সংখ্যা কম হওয়ায় এ নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সবাই।

কংগ্রেসও এক্ষেত্রে ছাড় দিতে নারাজ। নিতিশ কুমারের ছায়ায়ই দলটি এবার বাগে আনতে চাইছে বিহার নির্বাচনের ফল। রাষ্ট্রীয় জনতা দলের নেতা নিতিশ কুমার তৃতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হতে জোট গড়েছেন কংগ্রেসের সঙ্গে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচনে এ ৪৯টি আসনে এবার ২৭ জন প্রার্থী দিয়েছে কেন্দ্রীয় ক্ষমতসীন বিজেপি। বাকি আসনগুলোয় লড়ছে তাদের মিত্র দলগুলো। এর মধ্যে ১৩ আসনে লড়ছে রাম বিলাশ পশ্বনের লোক জনশক্তি পার্টি। আর বিরোধী শিবিরে জনতা দল (ইউনাইটেড) প্রার্থী দাঁড় করিয়েছে ২৪ জন, রাষ্ট্রীয় জনতা পার্টির ব্যানারে লড়ছেন ১৭ জন আর কংগ্রেস আছে ৮ প্রার্থী নিয়ে।

স্থানীয়ভাবে প্রভাবশালী মুলায়েম সিং যাদবের সমাজবাদী পার্টিও পিছিয়ে নেই। মিত্রদের সঙ্গে জোট গড়ে ৪৯টি আসনের মধ্যে ১৮ আসনে লড়ছে দলটি। অবশ্য, মাঠে তেমন কোনো প্রভাব না থাকলেও বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রার্থী দিয়েছে ৪১ জন। বামপন্থি দলগুলোর মধ্যে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই) হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন ২৫ প্রার্থী। সিপিআই মার্কসবাদী দলের হয়েও লড়ছেন ১২ প্রার্থী।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আরএইচ/এইচএ

** বিহার নির্বাচনের প্রথম ধাপ সোমবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।