ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের এমকিউএম’র প্রধান আলতাফের ৮১ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
পাকিস্তানের এমকিউএম’র প্রধান আলতাফের ৮১ বছর কারাদণ্ড

ঢাকা: পাকিস্তানের রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট’র (এমকিউএম) প্রধান আলতাফ হুসেইনকে রাষ্ট্রদ্রোহী বক্তব্য ও সহিংসতার উস্কানির দায়ে ৮১ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির সন্ত্রাসবিরোধী আদালত। তবে তিনি বর্তমানে পলাতক রয়েছেন।



সোমবার (১২ অক্টোবর) দিনগত মধ্যরাতে দেশটির আদালতের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে।

সন্ত্রাসবিরোধী আদালতের (এটিসি) বিচারক রাজা শাহবাজ খান দেশটির গিলগিট শহরে এই রাজনীতিকের কারাদণ্ডের নির্দেশ দেন।

পলাতক আলতাফ হুসেইন ১৯৯২ সাল থেকে ইংল্যান্ডের লন্ডন শহরে স্বেচ্ছায় নির্বাসিত রয়েছেন। ৮১ বছর কারাদণ্ডের পাশাপাশি তাকে ২৪ লাখ রূপি জরিমানা করা হয়েছে।

আদালত করাচির বাসিন্দা ৬২ বছর বয়সী আলতাফ হুসেইনের সাজা কার্যকর করার জন্য সিন্ধু প্রদেশের পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন।


এমকিউএম’র এই নেতা চলতি বছর ভারতের সেনাবাহিনী ও পাকিস্তানের আধা সামরিক বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কঠোর সমালোচনার মুখে পড়েন।


বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।