ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অন্ধ্র প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৩ বরযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
অন্ধ্র প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৩ বরযাত্রী নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের অন্ধ্র প্রদেশে মিনি ট্রাক-বাস সংঘর্ষে একটি বরযাত্রী দলের ১৩ সদস্য নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।



শনিবার (১৭ অক্টোবর) অন্ধ্র প্রদেশের প্রকাসম জেলার কান্দুকুর শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই মিনি-ট্রাকের যাত্রী ছিলেন।

পুলিশ জানিয়েছে, বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে কান্দুকুর থেকে আসা বরযাত্রীবাহী মিনি ট্রাকটির সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

কান্দুকুর থানার পুলিশ পরিদর্শক লক্ষণ সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। সংঘর্ষের ফলে বাসটিতে আগুন ধরে যায়। এতে কোনো যাত্রী ছিল না। বাসটির চালক ও তার সহকারী পলাতক রয়েছে। আহতদের ওঙ্গোলের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিনি ট্রাকটিতে ৪০ জন যাত্রী ছিলেন জানিয়ে লক্ষণ বলেন, অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।