ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে দুই চীনা কূটনীতিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
ফিলিপাইনে দুই চীনা কূটনীতিককে গুলি করে হত্যা

ঢাকা: ফিলিপাইনে দুই চীনা কূটনীতিককে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। এছাড়া দেশটিতে চীনা দূতাবাসের কনসাল জেনারেলও এ ঘটনায় আহত হয়েছেন।



বুধবার (২১ অক্টোবর) ফিলিপাইনের চেবু সিটির একটি রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ফিলিপাইনে চীনের কনসাল জেনারেল সঙ রঙগুয়া ও তার দুই সহকারীর ওপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী একজন নারী।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো এর বেশি কিছু না জানালেও কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে, এ হামলায় কনসাল জেনারেলের দুই সহকারী নিহত হয়েছেন। আর সঙ রঙগুয়া আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন চীনা কনসাল জেনারেলের সহকারী ও অর্থনীতি বিষয়ক কর্মকর্তা বলে ফিলিপাইনের জাতীয় পুলিশের মুখপাত্র উইলবেন মায়োরের বরাত দিয়ে দাবি করেছে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এ হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো সংগঠন দায় স্বীকার করে না নিলেও এর পেছনে আবু সায়াফ জঙ্গি সংগঠনেরই হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও বেশ কয়েকজন বিদেশি নাগরিকের ওপর হামলার ঘটনা ঘটেছে দেশটিতে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।