ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বোকো হারাম

৩৩৮ জনকে মুক্ত করলো নাইজেরীয় বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
৩৩৮ জনকে মুক্ত করলো নাইজেরীয় বাহিনী ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিম আফ্রিকায় জঙ্গি সংগঠন বোকো হারামের কবল থেকে ৩৩৮ জনকে মুক্ত করেছে নাইজেরীয় বাহিনী।

বুধবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে দেশটির সেনাবাহিনী।

মুক্তি পাওয়াদের অধিকাংশই নারী ও শিশু।

বিবৃতিতে সেনাবাহিনী জানায়, দেশের উত্তর-পূর্বে বোকো হারামের শক্তঘাঁটি বলে পরিচিত সামবিসা জঙ্গল থেকে ৩৩৮ জনকে মুক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৯২ জন শিশু ও ১৩৮ জন নারী।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।