ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুর্কি বাহিনী প্রত্যাহার করে নিতে বলেছে ইরাক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
তুর্কি বাহিনী প্রত্যাহার করে নিতে বলেছে ইরাক ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের উত্তরাঞ্চলীয় শহর মসুল থেকে তুরস্ককে বাহিনী প্রত্যাহার করে নিতে বলেছে ইরাক সরকার। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির কার্যালয় থেকে জানানো হয়েছে, এ ধরনের পদক্ষেপ ইরাকি সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন।



আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, গত বছর থেকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণাধীন মসুলের বাসিকা শহরে অন্তত দেড়শ তুর্কি সেনা ঢুকে পড়েছে।

বিবৃতিতে দেশটির সরকার তুরস্কের প্রতি ‘প্রতিবেশিসুলভ সম্পর্ককে সম্মান জানিয়ে ইরাকি এলাকা থেকে সেনা প্রত্যাহার’ করে নিতে বলে।

এর আগে গত মঙ্গলবার (১ ডিসেম্বর) আইএসের বিরুদ্ধে লড়াইয়ে বিদেশি সেনার প্রয়োজন নেই বলে যুক্তরাষ্ট্রকে জানায় ইরাক। একইসঙ্গে স্থানীয় সরকারের অনুমোদন ছাড়া অন্য দেশের বাহিনী মোতায়েন করা যাবে না বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।