ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চারদিনে তুরস্কে তিন হাজার শরণার্থী আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
চারদিনে তুরস্কে তিন হাজার শরণার্থী আটক

ঢাকা: গত চারদিনে এজিয়ান সাগর পাড়ি দিয়ে গ্রিস যাওয়ার চেষ্টা করা প্রায় তিন হাজার শরণার্থীকে আটক করেছে তুরস্ক কর্তৃপক্ষ।

গত রোববার (২৯ নভেম্বর) ইউরোপে অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীর স্রোত হ্রাসের ব্যাপারে একটি চুক্তি হয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তুরস্কের মধ্যে।

এর পরদিন, সোমবার (৩০ নভেম্বর) থেকে তুর্কি কর্তৃপক্ষ বিশেষ অভিযান শুরু করে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গত চারদিনে তুর্কি কোস্টগার্ড ২ হ‍াজার ৯৩৩ জনকে আটক করেছে। এদের বেশিরভাগই সিরিয়া ও ইরাক থেকে আসা। তারা গ্রিক দ্বীপ লেসবসে যাওয়ার চেষ্টা করছিলো। আটকের পর তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা দোগান।

এ সময় ৩৫ জন সন্দেহভাজন পাচারকারীকে আটক ও শতাধিক নৌকা জব্দ করা হয় বলেও খবরে জানানো হয়।

এর আগে ব্রাসেলসে এক সম্মেলনে আঙ্কারাকে তিন বিলিয়ন ইউরো (২৫ হাজার ৫৫৪ কোটি টাকা) অনুদানের আশ্বাস দেয় ইইউ। বিনিময়ে ইউরোপে শরণার্থী সংকট মোকাবেলায় তুরস্কের সহায়তা চায় ইউরোপের ২৮ জাতির সংস্থাটি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বর্তমানে তুরস্কে বিশ লাখেরও বেশি শরণার্থী অবস্থান করছে। এদের সিংহভাগ সিরিয়া থেকে আগত। এরা সবাই গ্রিস হয়ে ইউরোপে প্রবেশের অপেক্ষায় আছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছর সমুদ্রপথে আট লাখ ৮৬ হাজারেরও বেশি শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী ইউরোপ পৌঁছেছে। এছাড়া ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলীয় রুটে ডুবে প্রায় ছয়শ মানুষের প্রাণহানী হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।