ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধ হয়ে ৭ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধ হয়ে ৭ শিশুর মৃত্যু

ঢাকা: দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই ঘটনায় শ্বাসরোধ হয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ জানুয়ারি) এসব ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

এর মধ্যে নর্দার্ন কেপ প্রদেশের কাকামাস শহরে রেফ্রিজারেটরে আটকা পড়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

পুলিশ বলছে, মঙ্গলবার ওই শিশুদের নানী তাদেরকে রেফ্রিজারেটরের ভেতরে আটকাবস্থায় খুঁজে পান। নিহতদের বয়স তিন থেকে সাত বছরের মধ্যে।

এক বিবৃতিতে পুলিশ বলেছে, শিশুদের মরদেহ উদ্ধারের সময় রেফ্রিজারেটরটির সুইচ বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, নিহত শিশুরা এর ভেতর খেলার সময় আটকে পড়ে। সেখানেই শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়।

অপর এক ঘটনায় একইদিন জোহান্সবার্গের পাশের একটি এলাকায় মেরামতের অপেক্ষায় থাকা একটি গাড়িতে আটকা পড়ে শ্বাসরোধ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।