ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় ‘যুদ্ধবিরতি’তে সম্মত বিশ্বশক্তিগুলো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
সিরিয়ায় ‘যুদ্ধবিরতি’তে সম্মত বিশ্বশক্তিগুলো ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় ‘যুদ্ধবিরতি’তে সম্মত হয়েছে বিশ্বশক্তিগুলো। জার্মানির মিউনিখে মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রস্তাবটি উপস্থাপন করেন।



রুশ সহযোগিতায় সিরীয় বাহিনী আলেপ্পোয় প্রবেশের পরপরই এ যুদ্ধবিরতির ঘোষণা আসলো। সপ্তাহ কালব্যাপী এ বিরতিতে সিরিয়ায় মানবিক সহায়তা বাড়ানোর ব্যাপারেও সবাই একমত হয়েছেন।

তবে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও আল-নুসরা ফ্রন্ট এ যুদ্ধবিরতির আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।

যুদ্ধবিরতির প্রস্তাবটি পাস হওয়ার‍ পর জন কেরি বলেছেন, শুধু কাগজের মধ্যে সীমাবদ্ধ না থেকে, প্রস্তাবনার বিষয়গুলো আমাদের মাঠেও বাস্তবায়ন করতে হবে।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান ডে মিস্তুরা।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আরএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।