ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে আইএস ছবি: সংগৃহীত

ঢাকা: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে এবং তারা স্বল্প পরিমাণে মাস্টার্ড গ্যাস উৎপাদনে সক্ষম বলে জানিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন ব্রেনান।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মার্কিন একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এ তথ্য জানান।



এ সময় তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে আইএসের রাসায়নিক অস্ত্র ব্যবহারের বেশ কয়েকটি প্রমাণ রয়েছে আমাদের কাছে। শুধু তাই নয়, জঙ্গি সংগঠনটি স্বল্প পরিমাণে মাস্টার্ড গ্যাসও উৎপাদনে সক্ষম।

মাস্টার্ড গ্যাস হলো ক্লোরিন ও সালফারের যৌগ। একটি সালফার আয়নকে কেন্দ্রে রেখে দুই ক্লোরিন আয়নের বন্ধনে মাস্টার্ড গ্যাসের অনু গঠিত হয়। এ বিষাক্ত গ্যাস ত্বকে ফোসকা তৈরি করে এবং শ্বাসপ্রশ্বাসে জটিলতার সৃষ্টি করে।

জন ব্রেনান সতর্ক করে দিয়ে বলেন, এমনও হতে পারে, অর্থ উপার্জনের উৎস হিসেবে এসব অস্ত্র ব্যবহার করতে পারে ‌আইএস।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।