ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রতিশোধ নেবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
প্রতিশোধ নেবে তুরস্ক ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানী আঙ্কারায় পার্লামেন্ট ভবন ও সামরিক সদর দফতরের কাছে গাড়িবোমা হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকি দিয়েছে তুরস্ক।

বাংলাদেশ সময় বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে (স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টা) এ হামলার ঘটনা ঘটে।

এতে অন্তত ২৮ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় পার্লামেন্ট ভবনের পাশের সড়ক দিয়ে একটি সামরিক বাস যাওয়ার সময় নিকটবর্তী বিস্ফোরকপূর্ণ একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ দায় স্বীকার করে নেয়নি।

হামলার কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান বলেছেন, আত্মরক্ষায় তার দেশ কখনো কোথাও কোনো ঘটনায়ই পিছপা হবে না। আঙ্কারায় এ বর্বরোচিত হামলার প্রতিশোধ নেওয়া হবে।

বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, ন্যাটোর সহযোগী ও শক্তিশালী অংশীদার তুরস্কের পাশে রয়েছি আমরা।

এদিকে, আঙ্কারায় হামলার ঘটনার কিছু পরই সুইডেনের রাজধানী স্টকহোমে তুর্কি কালচারাল সেন্টার ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও কালচারাল ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আঙ্কারা ও স্টকহোমের এ দুই হামলার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও এখন পর্যন্ত জানতে পারেনি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএইচ

**  তুরস্কে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২৮, আহত ৬১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।