ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফরাসি তেল কোম্পানি ‘টোটাল’-কে সাড়ে ৬ কোটি টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
ফরাসি তেল কোম্পানি ‘টোটাল’-কে সাড়ে ৬ কোটি টাকা জরিমানা ছবি: সংগৃহীত

ঢাকা: দূর্নীতি মামলায় ফরাসি তেল কোম্পানি ‘টোটাল’-কে সাড়ে ৭ লাখ ইউরো জরিমানা করেছে ফ্রান্সের সর্বোচ্চ আদালত। ৮৬.১৯ টাকায় ইউরো হিসাবে এ জরিমানার পরিমাণ দাঁড়ায় ৬ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা।



সাদ্দাম হোসেনের শাসনামলে ইরাকে জাতিসংঘের ‘তেলের বিনিময়ে খাদ্য’ কর্মসূচিতে দূর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে প্রতিষ্ঠানটিকে।

টোটাল ছাড়াও একই অভিযোগে অভিযুক্ত অপর ডাচ তেল কোম্পানি ভিটোলকে ৩ লাখ ইউরো (২ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।

এর আগে এ মামলায় নিম্ন আদালতেও অভিযুক্ত হয় উভয় কোম্পানি।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।