ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ভবন ধসে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
চীনে ভবন ধসে নিহত ৩

ঢাকা: চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশে একটি আবাসিক ভবন ধসের ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও একজন।



স্থানীয় সময় শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার দিনগত রাত ১২টা ১৮ মিনিট) জিয়াংশি প্রদেশের আনিউয়ান জেলায় শিনশুয়েকিয়ান শহরতলীতে অবস্থিত ছয়তলার ওই ভবনটি ধসে পড়ে। এ ভবনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় ছয় পরিবারের বাস ছিল।

ধসের ঘটনায় তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার সময় ভবনে থাকা বাকি লোকদের নিরাপদে বের করা আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

ভবনটি কেন ধসে পড়েছে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগির তাদেরকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।