ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় নির্বাচনের দাবি জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
সিরিয়ায় নির্বাচনের দাবি জাতিসংঘের ছবি: সংগৃহীত

ঢাকা: যুদ্ধবিধস্ত দেশ সিরিয়ায় শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ১৮ মাসের মধ্যে সাধারণ নির্বাচনের দাবি জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (১২ মার্চ) জাতিসংঘের দূত স্টেফান ডি মিস্টুরা এ দাবি জানান বলে শনিবার (১২ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করে।



তিনি বলেন, বৃহৎ স্বার্থে শান্তির লক্ষ্যে আগামী ১৮ মাসের মধ্যে সিরিয়ায় সাধারণ নির্বাচন হওয়া উচিত।

২০১৭ সালের সেপ্টেম্বরের মধ্যে এই নির্বাচন হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। আগামী সোমবার (১৪ মার্চ) জেনেভায় অনুষ্ঠেয় সিরিয়া ইস্যুতে সরকার ও বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনাকে সামনে রেখে জাতিসংঘ এই দাবি তুললো।

সিরিয়া সরকার ও বিদ্রোহী গোষ্ঠী যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা বসার অপেক্ষায়। এরই মধ্যে দেশটির দ্বিতীয় বড় শহর আলেপ্পোতে সরকার পরিচালিত এক অভিযানে সাত বেসামরিক লোক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।