ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে যাত্রীবাহী প্লেনের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
ফিলিপাইনে যাত্রীবাহী প্লেনের জরুরি অবতরণ ছবি: সংগৃহীত

ঢাকা: ফিলিপাইন এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটের একটি প্লেন ২৫৪ আরোহী নিয়ে রাজধানী ম্যানিলা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। প্লেনটিতে ২৪১ জন যাত্রী ও ১৩ জন ক্রু ছিলেন।



শনিবার (১৯ মার্চ) ককপিটের ধোঁয়ার কারণে প্লেনটি এ জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তবে প্লেনটি নিরাপদেই অবতরণ করতে সক্ষম হয়।

দেশটির বেসামরিক বিমান সংস্থা এরিক অ্যাপোলোনিও কর্ত‍ৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানানো হয়।

দি এয়ারবাস এ৩৪০ নামে প্লেনটি উড্ডয়নের ১০ মিনিটের মধ্যে প্রধান পাইলট জরুরি পরিস্থিতি ঘোষণা করেন। পরে প্লেনটি তাৎক্ষণিকভাবে ম্যানিলা বিমানবন্দরে অবতরণ করে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।