ঢাকা: পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি গণউদ্যানে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়ে দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত ২৫০ জন।
সোমবার (২৮ মার্চ) দেশটির হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
এর আগে রোববার (২৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশান-ই-ইকবাল উদ্যানে ওই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।
এদিকে এক বিবৃতিতে ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান জামাতুল আহরার।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইকবালের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ডন জানায়, ‘আত্মঘাতী’ বিস্ফোরণ স্থানটি একটি শিশু উদ্যান।
মোহাম্মদ উসমান নামে অপর এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আত্মঘাতী হামলাকারীর বিচ্ছিন্ন মস্তক উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিষয়ে ওই উদ্যানের নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করেছেন দেশটির নাগরিকরা। আর প্রতক্ষ্যদর্শীরা জানান, গুলশান-ই-ইকবাল উদ্যানের আশপাশে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিলো না।
এ ঘটনায় পাঞ্জাব সরকার তিনদিনের শোক প্রস্তাব জানিয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
আরএইচএস/জেডএস