ঢাকা: পশ্চিম কাবুলে আফগান পার্লামেন্ট ভবনের সামনে রকেট হামলার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
সোমবার (২৮ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে চীনের সংবাদসংস্থা সিনহুয়া।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খবরে বলা হয়, পার্লামেন্ট ভবন লক্ষ্য করে কে বা কারা পরপর তিনটি রকেট হামলা চালায়। এর মধ্যে একটি পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে আঘাত হানে।
রকেট হামলার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রাথমিক সংবাদমাধ্যমকে জানান এক নিরাপত্তাকর্মী।
এদিকে এ ঘটনায় শেষ খবর পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি। তবে তালেবানদের এ ধরনের হামলার নজির রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
আরএইচএস/জেডএস