ঢাকা: পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি গণউদ্যানে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও দেশটির বিভিন্ন হাসপাতালে প্রায় ৩০০ জনের মতো চিকিৎসাধীন রয়েছেন, যাদের অধিকাংশই নারী-শিশু।
সোমবার (২৮ মার্চ) বিকেলে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলি (ডিআইজি) ড. হায়দার আশরাফ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রোববার (২৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশান-ই-ইকবাল উদ্যানে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে ঘটনার দায় স্বীকার করে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান জামাতুল আহরার।
এ ঘটনায় পাঞ্জাব সরকার তিনদিনের শোক প্রস্তাব জানিয়েছে। শোক এবং নিন্দা জানানো হয়েছে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকেও।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
আইএ