ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে পরপর ৫টি পৃথক ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
জাপানে পরপর ৫টি পৃথক ভূমিকম্প

ঢাকা: জাপানের তৃতীয় বৃহত্তম দ্বীপ হোনশুতে পরপর পাঁচটি পৃথক ভূমিকম্প আঘাত হেনেছে। পার্বত্যময় এ দ্বীপে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে প্রথম ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এরপর ৬টা ৪২ মিনিটে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়।

 

এর পরের তিনটি ৭টা ৭, ৭টা ২২ এবং ৭টা ৩৮ মিনিটে যথাক্রমে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৮ এবং ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা-সিএসইএম জানিয়েছে, পরপর ছয়টি ভূমিকম্প এক ঘণ্টার মধ্যে আঘাত হেনেছে। তবে এতে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা সুনামির সতর্কতা পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।